Indian History Bengali G.K Question & Answer - ষোড়শ মহাজনপদ প্রশ্ন ও উত্তর

Indian History Bengali G.K Question & Answer - ষোড়শ মহাজনপদ প্রশ্ন ও উত্তর :


1) দক্ষিণ ভারতে একমাত্র অবস্থিত ষোড়শ মহাজনপদের নাম কি ?

উ: অস্মক।

2) ষোড়শ মহাজনপদের উত্তরতম মহাজনপদটির নাম কি?

উ: কম্বোজ।

3) ষোড়শ মহাজনপদের পশ্চিম তম মহাজনপদ টির নাম কি?

উ: গান্ধার।

4) ষোড়শ মহাজনপদের পূর্বতম মহাজনপদ টির নাম কি?

উ: অঙ্গ।

5) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

উ: বিম্বিসার।

6) কোন শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন?

উ: বিম্বিসার।

7) গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কোন শাসকের রাজত্বকালে?

উ: অজাতশত্রু।

8) হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন?

উ: নাগ দশক।

9) শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?

উ: শিশু নাগ।

10) বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় কার রাজত্বকালে?

উ: কালাশোক।

11) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উ: মহাপদ্ম নন্দ।

12) প্রথম অক্ষত্রিয় রাজবংশ কোনটি?

উ: নন্দ বংশ।

13) মহাপদ্ম নন্দ কি উপাধি নিয়েছিলেন?

উ: দ্বিতীয় পরশুরাম।

14) প্রথম একরাট সম্রাট কে ছিলেন?

উ: মহাপদ্ম নন্দ।

15) আলেকজান্ডার যখন ভারত আক্রমন করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন?

উ: ধননন্দ।

16) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য।

17) সান্ড্রোকেটাস কার উপাধি ছিল?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য।

18) কোন শাসক শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন?

উ: চন্দ্রগুপ্ত মৌর্য।

19) কোন শাসকের সিংহসেনা বলা হয়েছে?

উ: বিন্দুসার।

20) কোন শাসক আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন?

উ: বিন্দুসার।

21) কোন শাসক নিজেকে দেবনামপ্রিয় এবং প্রিয়দর্শী বলে অভিহিত করেছিলেন?

উ: সম্রাট অশোক।

22) অশোকের মায়ের নাম কি ছিল?

উ: ধর্ম্ম।

23) অশোকের গুরু কে ছিলেন?

উ: উপগুপ্ত।

24) সবে মুনিসে প্রজমমা - কে বলেছিলেন?

উ: সম্রাট অশোক।

25) কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?

উ: খ্রিস্টপূর্ব 261অব্দে।

26) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উ: সম্রাট অশোক।

27) অশোক ধর্ম কথাটি কোন শিলালিপিতে লিপিবদ্ধ করেছেন?

উ: মাক্সি শিলালিপি।

28) মৌর্য যুগের মুদ্রার নাম কি?

উ:পান।

29) কোন বিদেশি শক্তি প্রথম ভারত বর্ষ আক্রমণ করেন?

উ: পারসিকরা।

30) আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?

উ:19 মাস।

31) আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল?

উ: বুসিফেলাস।

32) ব্যাকট্রিয় গ্রিকদের সর্বপেক্ষা উল্লেখযোগ্য নরপতি কে ছিলেন

উ: মিনান্দার।

33) মিনান্দার কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন?

উ: ভিক্ষুক নাগসেনের কাছে।

34) পহ্লবদের আদি বাসভূমি কোথায় ছিল?

উ: পারস্য।

35) পহ্লবদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উ: গণ্ডোফার্নিস।

36) কুষানদের আদি বাসভূমি কোথায় ছিল?

উ: মধ্য এশিয়া।

37) কুষাণদের প্রথম রাজা কে ছিলেন?

উ: কুজুল কদফিসেস।

38) কোন শাসক নিজের নামে মুদ্রা চালু করেছিলেন?

উ: কুজুল কদফিসেস।

39) ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসক চালু করেন?

উ: দ্বিতীয় কদফিসেস।

40) কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উ: কনিষ্ক।

41) কনিষ্কের রাজধানীর নাম কি ছিল?

উ: পুরুষপুর বাপশোয়ার।

42) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?

উ: কনিষ্ক কে।

43) কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার শাসনকালে অনুষ্ঠিত হয়?

উ: কনিষ্ক।

44) রেশম মথ কে তৈরি করেছিলেন?

উ: কনিষ্ক।

45)পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি?

উ: তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।

46) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উ: সিমুক।

47) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উ: গৌতমীপুত্র সাতকর্ণী।

48) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উ: শ্রী গুপ্ত।

49) গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উ: পাটলিপুত্র।

50) গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিলেন?

উ: প্রথম চন্দ্রগুপ্ত।

51) গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উ: প্রথম চন্দ্রগুপ্ত।

52) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?

উ: সমুদ্র গুপ্ত কে।

53) কবিশ্রেষ্ঠ বা কবিরাজ উপাধি কার ছিল?

উ: সমুদ্রগুপ্তের।

54) কোন শাসক সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন?

উ: সমুদ্র গুপ্ত।

55) কোন শাসক বিষ্ণুর উপাসক ছিলেন?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

56) কোন শাসক প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

57) কার রাজসভায় নবরত্ন বিরাজ করেছিল?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

58) ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়?

উ: কালিদাস কে।

59) মহাকবি কালিদাস কার রাজসভায় নবরত্ন ছিলেন?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

60) বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কার রাজসভা অলংকৃত করেছিলেন?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

61) চীনা পর্যটক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?

উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

62) নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উ: কুমারগুপ্ত।

63) ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়?

উ: স্কন্দগুপ্ত কে।

64) প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিতশাস্ত্র জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের সন্তান ছিলেন?

উ: গুপ্ত যুগের।

65)গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত ও বরাহমিহির কোন যুগের ছিলেন?

উ: গুপ্ত যুগের।

66) দশমিকের ব্যবহার কোন যুগের শুরু হয়েছিল?

উ: গুপ্ত যুগে।

67) ভারত ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন শাসন কালকে?

উ: গুপ্তসম্রাজ্য কে।

68) গান্ধার শিল্পের প্রসার ঘটে কোন যুগে?

উ: কুষাণ যুগে।

69) আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরক কার সভা অলংকৃত করেছিলেন?

উ: কনিষ্ক।

70) অশ্বঘোষ ও নাগার্জুন কোন যুগে ছিলেন?

উ: কুষাণ যুগের।

71) বিখ্যাত চিকিৎসক সুশ্রুত কোন যুগের সমসাময়িক ছিলেন?

উ: কুষাণ যুগের।

72) ভারতীয় গ্রিক গণের নরপতি কাকে বলা হয়?

উ:ড্রিমিট্রিয়স কে।

73) শক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উ: রুদ্রদমন।

74) হিন্দু ধর্মের পুনর্জাগরণের সুবর্ণ যুগ বলা হয় কোন শাসন কালকে?

উ: গুপ্ত শাসন কালকে।

75) অমিত্রাঘাত উপাধি কার ছিল?

উ: বিন্দুসার।


এছাড়া দেখে নিনঃ

ভারতের নদনদী থেকে প্রশ্ন ও উত্তর( Indian Rivers Bengali GK)
পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন ও উত্তর( Environment Bengali GK)

বিশ্বের উল্লেখযোগ্য দিবস (Significant Day in the World)

পৃথিবীর সর্বাপেক্ষা বেশি এবং কম (The Highest and Lowest in the World)
কিছু গুরুত্বপূর্ণ বায়ুপ্রবাহ( Some Important Airflows


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন