Indian Geography G.K in Bengali - ভারতের জল সম্পদ

 Indian Geography G.K in Bengali - ভারতের জল সম্পদ:


1) উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোনটি?

উ: বিন্ধ্য পর্বত।

2) অলকানন্দা নদী কোথায় গঙ্গার সাথে মিশেছে?

উ: দেবপ্রয়াগে।

3) গঙ্গার প্রধান উপনদীর নাম কি?

উ: যমুনা।

4) কোন হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়?

উ: সেঙ্গেখাবাব।

5) ব্রহ্মপুত্র কোথায় সাংপো নামে পরিচিত?

উ: তিব্বতে।

6) রাজস্থানের প্রধান নদীর নাম কি?

উ: লুনি।

7) লুনি নদী কোথায় পড়েছে?

উ: কচ্ছের রনে।

8) কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে?

উ: সুবর্ণরেখা নদী।

9) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উ: কাবেরী নদী।

10) একটি মিষ্টি জলের হ্রদের নাম লেখ?

উ: উলার।

11) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদী উৎপন্ন হয়েছে?

উ: গোদাবরী নদী।

12) কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে?

উ: লুনি নদী।

13) যমুনা নদী কোন শহরের গঙ্গা নদীর সঙ্গে মিশেছে?

উ: এলাহাবাদ।

14) কোন নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত?

উ: সরাবতী।

15) সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটি?

উ: গঙ্গা।

16) অলকানন্দা নদীর উৎস কোথায়?

উ: শতপন্থ হিমবাহ।

17) সর্বাধিক জলসেচ সুবিধা কোথায় রয়েছে?

উ: উত্তর প্রদেশ।

18) ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে?

উ: কূপ ও নলকূপ।

19) ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি?

উ: দামোদর উপত্যকা পরিকল্পনা।

20) ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক?

উ: তামিলনাড়ু।

21) ভারতের কোন হ্রদে ভাসমান বাজার রয়েছে?

উ: ডাল হ্রদে।

22) লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উ: গোমতী।

23) নর্মদা নদীর আরেকটি নাম কি?

উ: রেওয়া।

24) ব্রহ্মপুত্র নদী দিহং নামে ভারতে প্রবেশ করেছে?

উ: অরুণাচল প্রদেশ।

25) এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি?

উ: চিলকা।

26) ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

উ: সারদা খাল।

27) ভারতের কোন নদীর মোহনায় কোন বদ্বীপ নেই?

উ: নর্মদা।

28) ভারতের বৃহত্তম কয়াল এর নাম কি?

উ: ভেম্বানাদ কয়াল।

29) মাইথন বাঁধ কোথায় নির্মাণ করা হয়েছে?

উ: বরাকর নদীতে।

30) ধুয়াধার জলপ্রপাত টি কোন নদীর তীরে গড়ে উঠেছে?

উ: নর্মদা।


এছাড়া দেখুনঃ

Indian Geography(ভারতের ভূগোল) GK Question & Answers

Indian Geography Questions & Answers Bengali- ভারতের খনিজ সম্পদ (Mineral Resources of India)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Biology(জীববিদ্যা) GK in Bengali for Competitive Exam | Part 1